১২০
স্টাফ রিপোর্টার ।।
ফটো সাংবাদিক জীবন আহমেদ গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রামপুরায় বিটিভি কার্যালয়ের পাশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের চিত্র ধারণের সময় তিনি গুলিবিদ্ধ হন। এসময় আরো বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তার গায়ে বেশ কয়েকটি ছররা গুলি লেগেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
দৈনিক মানবজমিনে কর্মরত জীবন আহমেদ জানান, রামপুরা টিভি সেন্টারের পাশে দায়িত্ব পালন করার সময় সাংবাদিক পরিচয় দেয়ার পরও পুলিশ গুলি ছোড়ে। এসময় সেখানে থাকা কয়েকজন সাংবাদিক গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।