শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

রাজধানীর এলিফ্যান্ট রোডে রুমিন ফারহানার বাসায় হামলা

by ঢাকাবার্তা
রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার ।। 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ব্যালকনিতে ইট পাটকেল ছুঁড়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় বলে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন তিনি। রুমিন ফারহানা যখন ফেসবুক লাইভে ছিলেন তখনও ব্যালকনিতে ইটপাটকেল ছোঁড়া হয়। শনিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপির এই নেত্রী। এ সময় তিনি বলেন, দুর্বৃত্তরা আমার বাসার ব্যালকনিতে ইট পাটকেল ছোঁড়ে এবং আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে নিচে নামতে বলছে। একদল ছেলে রাস্তায় এসে আমাকে গালাগাল করে। আমার জানালার কাঁচ ভাংচুর করেছে। এখনো তারা রাস্তায় অবস্থান করে গালাগাল করেই যাচ্ছে।

গণমাধ্যমকে রুমিন বলেন, কিছু লোক প্রায়ই আমার এখানে এসে অকথ্য ভাষায় গালাগাল করে আমাকে। কিন্তু আজকে যেটা হয়েছে রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার দিকে তারা গেট অনেক জোরে ঝাকি দিয়েছে। আমার মনে হয়েছে গেট ভেঙে ফেলবে। আমাদের গেটের লাইটগুলো ভেঙে ফেলেছে। মাল্টিপ্লান মার্কেটের সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা তারা ভেঙে ফেলেছে।

তিনি বলেন, ২০-৩০টা ছেলে হবে। আমি ঠিক জানি না। আমি পুরো বাসা অন্ধকার করে ফেলেছি। ভয়ে আমি বারান্দায় যাই নাই। আমি আজ ছাত্রদের সঙ্গে একাত্মতা জানানোর জন্য আমি গিয়েছিলাম। সন্ধ্যা ৭টার পর আমি বাসায় এসেছি। আমি আসলে পালাব না। আমি জানি অনেকেই বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন। আমার বাবাকে আমি পালাতে দেখি নাই। আমিও পালাব না। আমি আমার ৮৬ বছরের মাকে নিয়ে একা থাকি।

আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, নিশ্চয়ই এটা আওয়ামী লীগেরই কেউ, ছাত্রলীগের কেউ। তারা যেভাবে গালাগাল করেছে, গ্লাস ভেঙেছে, একজন নারীকে এভাবে গালাগাল করা কাউকে আমি রাজনীবিদ বলতে চাই না। ওরা গুন্ডা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net