শনিবার, আগস্ট ২, ২০২৫

শুভ জন্মদিন রুমানা রশীদ ঈশিতা

ছোট্ট বেলার দারুণ দর্শকপ্রিয় এই শিশুশিল্পী পরিণত বয়সে এসেও নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান।

by ঢাকাবার্তা
রুমানা রশীদ ঈশিতা

জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। আজ এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৮৫ সালের ২২ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। শহীদ জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি’তে চ্যাম্পিয়ন হওয়া শিশুশিল্পী তিনি। ওই সময়েই তারকাখ্যাতি পান। তাকে কেন্দ্র করে নির্মিত হয় নাটক। বড় হয়েও জনপ্রিয়তা ধরে রাখেন এই তারকা।

ছোট্ট বেলার দারুণ দর্শকপ্রিয় এই শিশুশিল্পী পরিণত বয়সে এসেও নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। সব শ্রেণির মানুষের কাছেই মিষ্টি মেয়ে হিসেবে নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছিলেন ঈশিতা। ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীনের পরিচালনায় ‘দুজনে’ নাটক ছিল তার প্রথম অভিনীত নাটক।

রুমানা রশীদ ঈশিতা

রুমানা রশীদ ঈশিতা

তারপরে একে একে ‘আপনাঘর’, ‘চক্রবলয়’, ‘দেখা’, ‘সাদা পাতায় কালো দাগ’, ‘তিথি’, ‘থাকা না থাকার মাঝখানে’, ‘কাগজের গল্প’, ‘আমাদের গল্প’, ‘পাতা ঝরার দিন’সহ অসংখ্যা জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন ঈশিতা।

  • আজ জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার জন্মদিন।
  • ১৯৮৫ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করেন এই তারকা।
  • বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’তে চ্যাম্পিয়ন হয়ে শিশুশিল্পী হিসেবে তারকাখ্যাতি অর্জন করেন।
  • ইমদাদুল হক মিলনের রচনায় ‘দুজনে’ নাটকে প্রথম অভিনয় করেন।
  • মডেল, গায়িকা, নৃত্যশিল্পী এবং লেখিকা হিসেবেও ঈশিতা জনপ্রিয়তা পেয়েছেন।
  • ‘লাক্স’ বিউটি সোপের মডেল হিসেবেও পরিচিত।
  • ৭টি গানের অ্যালবাম রিলিজ ও দুটি বই লিখেছেন।
  • ২০১৮ সালে ‘পাতা ঝরার দিন’ নাটকে অভিনয়ের মাধ্যমে দীর্ঘ বিরতির পর ফিরে আসেন।
  • বর্তমানে তিনি শিক্ষকতা ও সংসার সামলাচ্ছেন, পাশাপাশি গানের চর্চা করছেন।

অভিনয়ে নিয়মিত ছিলেন না তিনি। তবুও আজও তার জনপ্রিয়তা অসামান্য। অভিনয়ের পাশাপাশি মডেল, গায়িকা, নৃত্যশিল্পী এবং লেখিকা হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। মডেল হিসেবেও দর্শকপ্রিয় ছিলেন ঈশিতা। বিশ্ববিখ্যাত বিউটি সোপ ‘লাক্স’র মডেল হয়েছেন তিনি। ৭টি গানের অ্যালবাম রিলিজের পাশাপাশি দুটি বই লিখেছেন এই অভিনেত্রী।

রুমানা রশীদ ঈশিতা

রুমানা রশীদ ঈশিতা

এখন কালেভাদ্রে অভিনয়ে পাওয়া যায় তাকে। শিক্ষকতা এবং সংসার সামলে যদি কোনো গল্প মন ছুঁয়ে যায় তবেই দেখা মিলে এই অভিনেত্রীর। তার ভক্তদের জন্য তার নতুন কোন কাজ যেন তীব্র গরমে এক পশলা বৃষ্টি। কারণ, পর্দায় ঈশিতা মানেই ভিন্ন কিছু, ঈশিতা মানেই চমৎকার গল্প আর দক্ষ অভিনয়ে ডুব দেয়ার সুযোগ।

একজন অভিনয়শিল্পী হিসেবে অভিনয়ের প্রতি আগ্রহ কখনো কমেনি উল্লেখ করে ঈশিতা বলেন, ‘অভিনয়ের প্রতি ভেতর থেকে এক ধরনের টান অনুভব করি। তবে গল্প ও চরিত্র নিয়ে আমি সিরিয়াস। এ ব্যাপারে আমি বেশ খুঁতখুঁতে। ভালো গল্প ও চরিত্র দেখে লোভ সামলাতে পারি না। তেমনই গল্প ও চরিত্র ভালো না লাগলে কাজে আগ্রহ পাই না।’

রুমানা রশীদ ঈশিতা

রুমানা রশীদ ঈশিতা

২০১৮ সালে রেদোয়ান রনি’র পরিচালনায় ‘পাতা ঝরার দিন’ নাটকের মধ্য দিয়ে প্রায় চার বছরের বিরতি দিয়ে ফিরেছিলেন ঈশিতা। এই নাটকে অনবদ্য অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে ফের আলোচনায় আসেন তিনি। অভিনয়ের পাশাপাশি সংগীতেও বেশ সমাদৃত ঈশিতা।

তবে অভিনয়-গান কোনোটিই নিয়মিত নন তিনি। সংসার এবং সন্তানদের নিয়েই তার বর্তমান জীবন। মিডিয়ায় কাজের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন এই অভিনেত্রী। এ জন্য নিজেকে নিয়মিত পড়াশোনার মধ্যে রাখছেন তিনি। পাশাপাশি বাসায় বসে গল্প, উপন্যাস পড়া ও ক্লাসিক্যাল সিনেমাও দেখা হচ্ছে তার। আর গানের চর্চা তো নিয়মিত করছেনই।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net