রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

যে কারণে বন্যার্তদের সাহায্যে বাস সার্ভিস দিচ্ছে না কুবি

by ঢাকাবার্তা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস

কুবি প্রতিনিধি ।।

ক্লাস-পরীক্ষা থাকায় বন্যার্তদের সাহায্যে বাস সার্ভিস দিচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুল। তবে বন্যার শুরু থেকেই শিক্ষার্থীদের বাস সার্ভিস দিয়ে সহযোগিতা করেছে পরিবহন পুল।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় পরিবহন পুলের সেকশন অফিসার মো: জাহিদুল আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ক্লাস-পরীক্ষা বন্ধের ব্যাপারে যেহেতু শিক্ষকরা কিছু জানায়নি, তাই বন্যার্তদের সাহায্যের জন্য আমরা আর বাস সার্ভিস দিতে পারছি না। সকল বিভাগের শিক্ষকরা যদি ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ব্যাপারে নোটিশ দেয়, তাহলে হয়তো আবার বাস সার্ভিস দেয়া যাবে।’

এ ব্যাপারে কুবির সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ এখনো শেষ হয়নি। এই মুহূর্তে এভাবে বাস সার্ভিস বন্ধ করা যায় না। বাস দেওয়ার ব্যাপারে আমরা পরিবহন পুলের সাথে কথা বলতে যাচ্ছি।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net