শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

মজলিস ও আন্দোলনের মিটিং, একসঙ্গে চলতে আলোচনা

by ঢাকাবার্তা
ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার ।। 

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের অফিসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভবিষ্যতে একসঙ্গে চলার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নুরপুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), মাওলানা মোসাদ্দেক আল মাদানী, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, এবং অধ্যাপক মাহবুবুর রহমান।

অপরদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল এবং মাওলানা এনামুল হক মূসা।

সভায় দুই পক্ষের নেতারা দেশ, ধর্ম এবং জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াসে নিজেদের অভিমত তুলে ধরেন। তারা ভবিষ্যতে সহযোগিতার ভিত্তিতে কর্মসূচি পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net