শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা: ৫ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড নিয়ে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর।

তিনি আরও জানান, এই ইস্যুতে তিনি শুরু থেকেই সোচ্চার ছিলেন। গত ২রা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ৪ঠা নভেম্বর বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে তিনি বিষয়টি নিয়ে ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমি শুধু উপদেষ্টা নই, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক হিসেবেও ন্যায়বিচারের দাবিতে শুরু থেকেই সচেষ্ট। বর্তমান সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও কাজ করছে।’

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net