নারায়ণগঞ্জ প্রতিনিধি ।।
নারায়ণগঞ্জের পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে একটি প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হয়েছেন। ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ২ জনের শরীরে অ্যালকোহল এবং গাঁজার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁদের ডোপ টেস্ট করা হয়।
জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানিয়েছেন, প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের (২০) শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে, এবং মিরাজুল করিম (২২)-এর শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। অপর আসামি আসিফ চৌধুরীর শরীরে অ্যালকোহল জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি।
এদিকে, রূপগঞ্জ থানা-পুলিশ গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। বিচারক আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মুহতাসিম মাসুদ। ফাইল ফটো
গ্রেপ্তারকৃত মুবিন আল মামুন মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা, মিরাজুল করিম মিরপুর পীরেরবাগ এলাকার এবং আসিফ চৌধুরী উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসিন্দা। তাদের প্রাইভেট কারে তল্লাশি করে মদের একটি খালি বোতল এবং বিয়ারের একটি ক্যান উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছিল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে, যখন পূর্বাচল ৩০০ ফিটের নীলা মার্কেট এলাকায় প্রাইভেট কারটি পুলিশের তল্লাশিচৌকিতে ধাক্কা দেয়। মোটরসাইকেল আরোহী বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান, আর দুই সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন।
মুহতাসিমের বাবা এই ঘটনায় মামলা দায়ের করেন এবং আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বুয়েট শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।