রবিবার, আগস্ট ৩, ২০২৫

লিডার তৈরির কাজটা করবে জাতীয় নাগরিক কমিটি : সারজিস আলম

by ঢাকাবার্তা
‘পঞ্চগড় রাইজিং’ অনুষ্ঠানে বক্তব্য দেন সারজিস আলম।

পঞ্চগড় প্রতিনিধি ।। 

জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়, তবে এটি হবে একটি রাজনৈতিক শক্তি, যা ভবিষ্যতের বাংলাদেশে লিডার তৈরি করবে। আজ শুক্রবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির ‘পঞ্চগড় রাইজিং’ অনুষ্ঠানে এ কথা বলেন সংগঠনের মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি জানান, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দলের মতো রেজিস্ট্রেশনপ্রাপ্ত নয় এবং সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে না। বরং এটি পলিটিক্যাল, অর্গানাইজেশনাল ও ভলান্টিয়ারিং লিডারশিপ তৈরি করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সারজিস আলম আরও বলেন, “বিগত ১৬ বছরে বাংলাদেশে কোনো স্বাধীন লিডার তৈরি হয়নি। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের কারণে তৈরি হয়েছে শুধু দাস ও দালাল। আমাদের প্রয়োজন এমন লিডার, যাঁরা একে অন্যের সহযোদ্ধা হয়ে কাজ করবেন।”

জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক থাকলেও তা ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের মতো নয়। বরং এটি একটি পরিণত বয়সের প্ল্যাটফর্ম, যেখানে ২৭-৫০ বছর বয়সের ব্যক্তিদের একত্রিত করা হবে।

তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশে এক বা একাধিক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। তবে, জাতীয় নাগরিক কমিটি এবং নতুন রাজনৈতিক দল পৃথক থাকবে। কেউ রাজনৈতিক দলে যোগ দিলে, তাঁকে নাগরিক কমিটি থেকে সরে যেতে হবে।

সারজিস আলমের ভাষ্য অনুযায়ী, জাতীয় নাগরিক কমিটি একটি প্রেশার গ্রুপ হিসেবেও কাজ করবে এবং আগামীর বাংলাদেশে প্রয়োজনীয় নেতৃত্ব তৈরি করবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net