রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

বিশ্ব ইজতেমা : প্রথম পর্বের আখেরি মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা

by ঢাকাবার্তা
প্রথম পর্বের শেষ দিনে মোনাজাতরত এক নারী

টঙ্গী প্রতিনিধি ।।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটে মোনাজাত শেষ হয়। শূরায়ে নেজামীর শীর্ষ মুরুব্বি মাওলানা কেফায়েত উল্লাহ এ তথ্য জানান।

ভোর ৪টা থেকেই দেশ-বিদেশের লাখো মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে জমায়েত হতে থাকেন। আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে মুসল্লিদের ঢল নামে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ হেঁটেই মুসল্লিদের আসতে দেখা গেছে।

বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করেন। এতে দেশ, জাতি এবং বিশ্বমানবতার মুক্তি ও কল্যাণ কামনা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জানায়, শনিবার মধ্যরাত থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী হয়ে কোনাবাড়ী এবং ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইজতেমা সংশ্লিষ্ট যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।

ইজতেমা মাঠে আগত মুসল্লিদের জন্য ২২টি চিকিৎসা কেন্দ্র চালু রাখা হয়েছে। ইজতেমার মেডিক্যাল ক্যাম্প ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, মুসল্লিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net