সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

পাক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করলেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান

by ঢাকাবার্তা

ডেস্ক রিপোর্ট ।।

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আজ পাকিস্তানের সেনাপ্রধান (কোয়াস) জেনারেল সৈয়দ আসিম মুনির, এনআই (এম)-এর সাথে রাওয়ালপিন্ডির জিএইচকিউ-তে এক বৈঠকে মিলিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বিতীয় উচ্চপর্যায়ের এই সফরে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংবলিত বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

অ্যাডমিরাল হাসান পাকিস্তানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন এবং বিশেষভাবে আগামী “আমান ২০২৫” বহুজাতিক নৌ-অনুশীলন ও “আমান ডায়ালগ” আয়োজনের ভূয়সী স্বীকৃতি জানান। তিনি পাকিস্তান সশস্ত্র বাহিনীর আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকারও স্বীকৃতি দেন।

এই বৈঠকটি বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সংলাপের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক মাসে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি, যৌথ প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের বিষয়গুলো ত্বরান্বিত হয়েছে। বিশেষত, ভারত মহাসাগর ও আরব সাগরে নিরাপত্তা জোরদার করতে উভয় নৌবাহিনীর সহযোগিতাকে এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

“আমান ২০২৫” অনুশীলনে ৩০টিরও বেশি দেশ অংশ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে, যা পাকিস্তানের নেতৃত্বে সমুদ্রপথে সন্ত্রাসবাদ ও জলদস্যুতা মোকাবিলায় আন্তর্জাতিক সংহতি প্রকাশ করবে। বাংলাদেশ নৌবাহিনীও এই অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা রাখবে বলে আলোচনায় ইঙ্গিত পাওয়া গেছে।

উচ্চপর্যায়ের এই আলোচনাকে দুই দেশের কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net