রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

জাতীয় নাগরিক পার্টিতে পদ পেলেন যেসব নারী

by ঢাকাবার্তা
নুসরাত তাবাসসুম, সামান্তা শারমিন ও তাসনিম জারা

সৈয়দ হাসসান ।।

গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন পদে নারীদের নামও ঘোষণা করা হয়।

জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, তাজনুভা জাবীন ও অর্পিতা শ্যামা দেব।

দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে আছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন হুমায়রা নূর, সাগুফতা বুশরা মিশমা ও আরও কয়েকজন নারী।

 

এ ছাড়া দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদা মিতু। উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন সাদিয়া ফারজানা দিনা।

নতুন এই দলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের অন্তর্ভুক্তি নেতৃত্বের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net