সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

মিরাজের ১০ টাকার ইফতারে সঙ্গী হলেন কুবি ছাত্রদল নেতা

by ঢাকাবার্তা

কুবি প্রতিনিধি ।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মিরাজের দশ(১০) টাকার ইফতার বিতরণ  কর্যক্রমে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ। প্রায় দেড়শ জনের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মিরাজের সাথে মোস্তাফিজুর রহমান শুভ সহ অন্যান্য ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতিতে এই ইফতার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘মিরাজ যে উদ্যোগটি নিয়েছে সেটি নিসন্দেহে ভালো কাজ, এতে অনেক রোজাদারের উপকার হয়৷ আমি নিজ উদ্যোগে এর আগেও একাধিকবার এমন উদ্যোগ নিয়েছি, শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছি। আমি যখনই সুযোগ পাই, এসব মানবিক কাজ করার সুযোগ পেলে আমার আনন্দ লাগে, এমন কাজে মিরাজের মতো আমাদের সকলের এগিয়ে আসা উচিৎ। তিনি বলেন, এমন সহযোগিতামূলক কাজে আমি বারবার অংশগ্রহণ করতে চাই।’

আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির আরো উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর, আহ্বায়ক সদস্য মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, মোঃ জিসান, সাইফুল মালেক আকাশ, মোঃ মাসুদ, মোঃ নাঈম হোসেন সহ আরো অনেকে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net