সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

দেরিতে আসায় ‘এ’ ইউনিটের পরীক্ষা দিতে পারেনি ছয় পরিক্ষার্থী

by ঢাকাবার্তা
কুবিতে পরীক্ষার্থীদের আগমণের দৃশ্য

কুবি প্রতিনিধি ।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর কেন্দ্রে আসায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি ছয় পরীক্ষার্থীকে। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই পরীক্ষা দিতে পারেননি পাঁচজন। এছাড়া, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজে একজন পরীক্ষা দিতে পারেননি।

আজ (১৯ এপ্রিল) বিকাল ৩ টায় অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের পরীক্ষার সময়কালে এঘটনা ঘটেছে।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হিমেল, ইফরাত, সাবিহা, মিথিলাসহ আরও দুই পরিক্ষার্থী নির্ধারিত সময়ের পরে পরীক্ষা কেন্দ্রে আসায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এদের মধ্যে হিমেল ঢাকা এবং সাবিহা ঢাকার সাভার থেকে এসেছিলেন। পাশাপাশি, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজে একজন পরীক্ষা দিতে পারেননি।

পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থী ইফরাত মাহমুদ বলেন, ‘আমার ১১টা থেকে ১২ টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক ইউনিটে পরিক্ষা দেওয়ার পর বের হয় গাড়ির জ্যামের কারণে দেরি হয়ে যায়। একদিনে দুইটা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার বিষয়ে কতৃপক্ষের ভাবা উচিত। যেহেতু আজকে আমার ২০ মিনিট হয়ে গেছে আমি ঢুকতে পারলাম না সেজন্য খারাপ লাগছে। তবে আমি বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

আরেক পরীক্ষার্থী হিমেল বলেন, ‘রাস্তায় প্রচণ্ড যানজট থাকার কারণে আসতে দেরি হয়ে গেছে। গুচ্ছ পরীক্ষা থেকে বের হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে। পরীক্ষা ছিল দুপুর ৩টায়, তাই সকাল ১০টায় রওনা হয়েছিলাম ভাবছিলাম ১টা কিংবা ২টার মধ্যে পৌঁছে যাবো এবং পরীক্ষায় অংশ নিতে পারবো। কিন্তু বাস্তবে পরিস্থিতি ছিল ভিন্ন।’

পরীক্ষায় বসতে না পারা আরেক পরীক্ষার্থী সাবিহা বলেন, ‘পরীক্ষা কমিটি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net