কুবি প্রতিনিধি ।।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ২৫ এপ্রিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা দিতে দিনব্যাপী মাঠে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এর আগে “এ” ও “সি” ইউনিটের ভর্তি পরীক্ষার সময়ও ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন সেবা প্রদান করা হয়। দলটির দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরীক্ষার্থীদের সুবিধার্থে সংগঠনটি এই কার্যক্রম পরিচালনা করে আসছে।
কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ জানান, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে আমরা ৪টি বাইক সার্ভিস চালু করেছি— শহীদ জিয়া, তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকো ও শহীদ ওয়াসিম বাইক সার্ভিস। এছাড়া রাতে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আবাসনের ব্যবস্থা, পরীক্ষার্থীদের জন্য রাতের খাবার এবং মেডিকেল সহায়তাও ছিল।”
তিনি আরও জানান, অভিভাবকদের জন্য ৩টি বুথ ও ৩০০ জন ধারণক্ষম ছাউনি প্রস্তুত রাখা হয়। এছাড়াও, প্রায় ১,৫০০ পরীক্ষার্থীর মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ ও গরমে অসুস্থদের জন্য খাবার স্যালাইন ও মেডিকেল টিম রাখা হয়। যানজট নিরসন ও যানবাহন তদারকিতে বিশ্ববিদ্যালয় গেট, আনসার ক্যাম্প ও কোটবাড়ি এলাকায় ৪টি স্বেচ্ছাসেবক টিমও কাজ করে।
মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ে একটি সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হোক। শুধু ছাত্রদল নয়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ গঠনে প্রশাসন, সাংবাদিক সমাজ ও অন্যান্য ছাত্রসংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানাই।”
কুবি ছাত্রদলের এই উদ্যোগ পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে এমন সহযোগিতা শিক্ষাঙ্গনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।