রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে কুবি ছাত্রদলের কেক কাটা ও মিষ্টি বিতরণ

by ঢাকাবার্তা
কুবি ছাত্রদল

কুবি প্রতিনিধি ।।

চার মাস পর দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কেক কাটা ও মিষ্টি বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার  (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুবি ছাত্রদলের সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন মুন্না, আরিয়ান আরিফ, জিসান খান, রাসেল হোসেন, শরিফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন সজল বলেন, “দীর্ঘ ১৭ বছরের আওয়ামী স্বৈরাচারী সরকারের নির্যাতনের অবসানে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চার মাসের উন্নত চিকিৎসা শেষে আজ স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। একইসাথে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ জিয়া পরিবারের সদস্যরা। এই ঐতিহাসিক দিনে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ মানুষের সাথে একাত্ম হয়ে দিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছি।”

আহ্বায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, “দেশনায়িকা খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, সঙ্গে আছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। জিয়া পরিবার স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। এ দেশের উন্নয়নে তাঁদের বিকল্প নেই।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net