রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

‘নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযোগী নয়’

by ঢাকাবার্তা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস মোটেও উপযুক্ত সময় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদুল আজহার দিন বেলা সাড়ে ১১টার দিকে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের বাস্তবতায় এপ্রিল মাসে নির্বাচন আয়োজন যথার্থ নয়। ওই সময় দেশে প্রচণ্ড গরম থাকে, কালবৈশাখীর ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকে। তাছাড়া তখনই হয় রোজা শেষে ঈদ, পাবলিক পরীক্ষার সময়ও পড়ে। এসব বিষয় বিবেচনা করলে সময়টি মোটেও যৌক্তিক মনে হয় না।”

তিনি আরও বলেন, “নির্বাচনের প্রচার-প্রচারণা চলবে রমজান মাসে— যা অত্যন্ত কঠিন হবে। এসব দিক বিবেচনায় আমাদের স্ট্যান্ডিং কমিটি বিষয়টি পর্যালোচনা করে মতামত দিয়েছে। আমরা মনে করি, ডিসেম্বরেই নির্বাচন আয়োজন সম্ভব এবং সেটিই দেশের জন্য উপযুক্ত সময়।”

২০২৬ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সম্প্রতি যে ঘোষণা দিয়েছেন, সে প্রসঙ্গে ফখরুল বলেন, “আমরা আগেই বলেছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জনগণের প্রত্যাশাও সেটাই।”

এর আগে মির্জা ফখরুল দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবদুল হালিম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম, সুলতান সালাহ উদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী, আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খালেদা জিয়া কারাবন্দি হওয়ার আগে প্রতি ঈদে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। বর্তমানে তার অনুপস্থিতিতে দলের শীর্ষ নেতারা এই দায়িত্ব পালন করছেন।

দেশবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “দলের পক্ষ থেকে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাই।”

তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। এই দিনে আমরা সত্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। কাজী নজরুল ইসলামের একটি কবিতা আছে— ‘ওরে হত্যা নয় আজ, সত্য-গ্রহণ, শক্তির উদ্বোধন।’ এই দিনটি আমাদের মানবিকতা ও ভালোবাসার শিক্ষা দেয়, মহৎ পৃথিবী গড়ার প্রেরণা দেয়।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net