সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

পানির ট্যাংক পরিষ্কারের সময় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ শিশুসহ ৪ জন

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে একটি বাসায় পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে গিয়ে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন দিনমজুর বিল্লাল হোসেন (২৮), বাড়ির মালিক মোহাম্মদ জিয়াউর রহমান (৪৫), তার মেয়ে ফারিয়া (৮) ও রাইফা (৪)।

বিল্লাল হোসেনের শরীরের ১৭ শতাংশ, জিয়াউর রহমানের ৩ শতাংশ, ফারিয়ার ৭ শতাংশ এবং রাইফার ৩ শতাংশ দগ্ধ হয়েছে। পরে রাত পৌনে ১১টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে বিল্লালের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক। তিনি বলেন, ‘‘হাজারীবাগ থেকে চারজন দগ্ধ অবস্থায় এসেছে। তাদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।’’

বাড়ির মালিক জিয়াউর রহমানের ভাগিনা সাকরান হোসেন জানান, “বাসার নিচতলার পানির ট্যাংকি পরিষ্কার করার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে বাড়িতে থাকা শিশুসহ চারজন দগ্ধ হন।”

টিপস: পানির ট্যাংক পরিষ্কারের সময় কীভাবে নিরাপদ থাকবেন

  • ট্যাংক পরিষ্কারের আগে অবশ্যই তার ভেতরে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন।
  • বেশি দিন ব্যবহৃত না হওয়া ট্যাংকে বিষাক্ত ও দাহ্য গ্যাস জমে থাকতে পারে, সেগুলো নিঃসরণে সময় দিন।
  • ট্যাংকে ঢোকার আগে ফ্যান বা এক্সস্ট ফ্যানের মাধ্যমে অন্তত ৩০ মিনিট বাতাস চলাচলের ব্যবস্থা করুন।
  • কখনোই ট্যাংকের আশেপাশে আগুনের উৎস (মোমবাতি, সিগারেট, লাইটার ইত্যাদি) ব্যবহার করবেন না।
  • বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহারের সময় স্পার্ক হওয়ার ঝুঁকি থাকে— সেগুলোর ব্যবহারেও সতর্কতা অবলম্বন করুন।
  • সম্ভব হলে প্রশিক্ষিত ও নিরাপত্তাসম্পন্ন কর্মী দিয়ে ট্যাংক পরিষ্কার করান।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net