শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

টাঙ্গাইলে এনসিপির কর্মসূচিতে শিক্ষার্থীদের জোরপূর্বক নেওয়ার অভিযোগে বিক্ষোভ

by ঢাকাবার্তা
টাঙ্গাইলে এনসিপির কর্মসূচিতে শিক্ষার্থীদের জোরপূর্বক নেওয়ার অভিযোগে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি ।। 

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ছাত্রদের জোরপূর্বক নেওয়া হয়েছে এমন অভিযোগে শহরে বিক্ষোভ হয়েছে।

আজ বুধবার দুপুরে স্কুলটির প্রাক্তন ও বর্তমান কিছু শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। মিছিলটি স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ, সজিব আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার এনসিপির নেতারা স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের সমাবেশে যোগ দিতে বাধ্য করেন।

তারা আরও দাবি করেন, যাঁরা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে বাধ্য করে নিয়েছে, তাদের শাস্তি দিতে হবে এবং ঘটনা জড়িত ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, ‘মঙ্গলবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্লাস শেষে ছুটি হয়েছিল। কিন্তু পরে স্কুলের পাশে নিরালা মোড়ে জাতীয় নাগরিক পার্টির সমাবেশের মাইকের শব্দের কারণে নবম ও দশম শ্রেণির ক্লাস বাতিল করা হয়। কারা সমাবেশে গেছে, তা আমাদের জানা নেই।’

আজকের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল নিয়ে প্রধান শিক্ষক বলেন, ‘একটি প্রতিবাদ মিছিল হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে কথা না বলে তারা এই কর্মসূচি পালন করেছে।’

এ বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান (রাসেল) বলেন, ‘আমি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে তাদের কোনও প্রোগ্রামে নেওয়া হবে না বলে জানিয়েছি।’

গতকাল সকালে শহরের শামছুল হক তোরণ এলাকা থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে পথসভায় শেষ হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে এনসিপির সংগঠক (উত্তরাঞ্চল) আজাদ খান ভাসানী আজ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বিন্দুবাসিনী স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির কোনো দলীয় নির্দেশনা বা পরিকল্পনা ছিল না। ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটেছে। পদযাত্রার সময় ছাত্রীরা নেতাদের স্বাগত জানাতে আসে, পরে কিছু শিক্ষার্থী নাহিদ ইসলামের কাছে কিছু দাবি জানান। কিন্তু বিষয়টি পরবর্তীতে অন্য দিকে মোড় নেয়। ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার সাবেক সদস্য সচিব আহমেদ শেরশাহ বিষয়টি ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ করেছেন। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net