স্টাফ রিপোর্টার ।।
বাংলা অক্ষরের শিল্প ও টাইপোগ্রাফিকে সমৃদ্ধ করার যাত্রায় এক যুগান্তকারী সংযোজন করল লিপিকলা টাইপ ফাউন্ড্রি। বর্ষপূর্তির বিশেষ আয়োজনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে নতুন ১২টি মৌলিক বাংলা ফন্ট প্রকাশের। এর মধ্যে ১০টি ডিজাইন করেছেন শিল্পী কাজী যুবাইর মাহমুদ, আর বাকি দুটি ডিজাইন করেছেন শিল্পী আজহার ফরহাদ ও শিল্পী স্বপ্নীল বড়ুয়া। সবগুলো ফন্ট লিপিকলার ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে।
নতুন ফন্ট উন্মোচনের পাশাপাশি ‘Lipikola TypeTalk: Discussing Bangla Typeface’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের ৮ম তলায়। আয়োজনটির উদ্দেশ্য বাংলা ফন্ট ও টাইপোগ্রাফিকে বৈশ্বিক মানে উন্নীত করা এবং দেশে টাইপোগ্রাফি চর্চা আরও বিস্তৃত করা।
আলোচনা সভায় উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মাকসুদুর রহমান ও অনুপম হুদা, নিউ এইজের ডেপুটি এডিটর ও টাইপফেস বিশ্লেষক আবু জার মো. আক্কাস, আর্টিস্ট ও টাইপফেস ডিজাইনার আনিসুজ্জামান সোহেল, আজহার ফরহাদ, বিসিসি-আইসিটি ডিভিশনের ইবিএলআইসিটি প্রকল্পের পরামর্শক মামুন অর রশিদ এবং শিল্পী-গবেষক সিলভিয়া নাজনীন।
লিপিকলার যাত্রা শুরু হয়েছিল বাংলা অক্ষরের সৃজনশীল বিকাশের লক্ষ্যে। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে ‘দ্রোহ’ ফন্ট দেশব্যাপী আলোচনায় আসার পর প্রতিষ্ঠানটি নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে।