সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

সোনার বাংলা মডেল স্কুলে ইউডার সহযোগিতায় উচ্চশিক্ষা সেমিনার

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ইউডার উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

by ঢাকাবার্তা
কেরানীগঞ্জে সোনার বাংলা মডেল স্কুলের উদ্যোগে ‘ভবিষ্যৎ গড়ার পথে মানসম্পন্ন উচ্চশিক্ষা’ শীর্ষক সেমিনার ও ‘অভিভাবক-ছাত্র সংযোগ কর্মশালা ২০২৫”

স্টাফ রিপোর্টার ।।

ঢাকার কেরানীগঞ্জে সোনার বাংলা মডেল স্কুলের উদ্যোগে ‘ভবিষ্যৎ গড়ার পথে মানসম্পন্ন উচ্চশিক্ষা’ শীর্ষক সেমিনার ও ‘অভিভাবক-ছাত্র সংযোগ কর্মশালা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সোনার বাংলা হাউজিং গদারবাগে অবস্থিত এই স্কুলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ইউডার উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যাপক মুনির আহমেদের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন , সোনার বাংলা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও ইউরো-বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা আক্তার আঁখি।

কেরানীগঞ্জে সোনার বাংলা মডেল স্কুলের উদ্যোগে ‘ভবিষ্যৎ গড়ার পথে মানসম্পন্ন উচ্চশিক্ষা’ শীর্ষক সেমিনার ও ‘অভিভাবক-ছাত্র সংযোগ কর্মশালা ২০২৫”

কেরানীগঞ্জে সোনার বাংলা মডেল স্কুলের উদ্যোগে ‘ভবিষ্যৎ গড়ার পথে মানসম্পন্ন উচ্চশিক্ষা’ শীর্ষক সেমিনার ও ‘অভিভাবক-ছাত্র সংযোগ কর্মশালা ২০২৫”

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের কেবল বইনির্ভর না থেকে প্রযুক্তি, গবেষণা, সৃজনশীলতা ও নৈতিক শিক্ষায় দক্ষ হতে হবে। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারে।

সোনার বাংলা মডেল স্কুলের প্রধান শিক্ষিকা নাফিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউডা ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক মো. হায়দার ফারুক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আতিকুর রহমান সহযোগী অধ্যাপক ফারহানা রহমান, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদ মো. মাহমুদুল হক চৌধুরী, মিশন ইন্টারন্যাশনাল কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাসিবুর রহমান, ইস্পাহানী কলেজ সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান প্রদীপ কুমার হালদার।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net