শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

শুটিং স্পটে ধর্ষণ: মডেলের মামলা, পরিচালক বললেন ব্ল্যাকমেইল

নাটকের পরিচালকসহ ৩ জন আসামি, তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

by ঢাকাবার্তা
ধর্ষণের প্রতীকী চিত্র

গাজীপুর প্রতিনিধি ।।

গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে এক মডেলকে (২৪) রিসোর্টে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নিজে বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন। মামলায় নাটকের পরিচালকসহ তিনজনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা হলেন নাটকের পরিচালক মো. নাছির (৩৫), তাঁর সহযোগী মো. বাবর (৩২) ও অজ্ঞাতনামা রিসোর্ট মালিক (৬০)। গত ২১ সেপ্টেম্বর মডেলকে শুটিংয়ের কথা বলে মিরপুর থেকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের রাস রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে তাঁকে হত্যার হুমকি দিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করা হয়। পরদিন তাঁর আইফোন রেখে ও মারধর করে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী অভিযোগে বলেন, তাঁকে কাচের বোতল ভেঙে আঘাত করে ভয় দেখানো হয়। ঘটনার পর তিনি ঢাকায় মামলা করতে চাইলে জানানো হয়, ঘটনাস্থলের থানাতেই মামলা করতে হবে। এ কারণে দেরি হয়েছে। বর্তমানে তাঁকে শ্রীপুর থানায় হেফাজতে রাখা হয়েছে। শনিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।

অভিযোগ প্রসঙ্গে পরিচালক নাছির বলেন, তাঁরা কেবল ঘুরতে গিয়েছিলেন। ‘আমাকে ব্ল্যাকমেল করার জন্য মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’ অন্যদিকে রিসোর্ট মালিকপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net