শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

তারেক রহমানের জন্মদিনে কুবি কেন্দ্রীয় মসজিদে জায়নামাজ, টুপি ও তসবিহ উপহার

by ঢাকাবার্তা

কুবি প্রতিনিধি ।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের বর্তমান কমিটির আহবায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মুসল্লিদের ব্যবহারের জন্য জায়নামাজ, টুপি ও তসবিহ উপহার দেন।

মসজিদের মুয়াজ্জিন মাওলানা শওকত আলীর কাছে তিনি ১৫টি জায়নামাজ, ১২টি টুপি ও ১২টি তসবিহ হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জিসান খান, মেহেদী হাসান ফারহান ও নাঈম হোসেন।

উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, “আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের জন্মদিন। স্বৈরাচারী শাসনে দীর্ঘ নির্বাসিত জীবনে উনি মমতাময়ী মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে বিচ্ছিন্ন থেকেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন ১৭ বছর ধরে। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমি এই ছোট্ট উদ্যোগ নিয়েছি।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net