শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিহতের নাম মুশফিকুজ্জামান (২০), গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র

by ঢাকাবার্তা
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি: আফতাবনগরে ৭.৪ বিঘা জমিতে ৯ তলা ভবন, পাঁচ লাখ বর্গফুট একাডেমিক ও প্রশাসনিক স্থান।

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীর বাড্ডায় বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুশফিকুজ্জামান (২০) নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

বাড্ডা পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বিকেলে মুশফিকুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ১০ তলা ছাদে উঠেছেন। তদন্ত ও ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃতি নিশ্চিত হওয়া যায়নি।

 

  • বাড্ডার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মধ্যে থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার।
  • মৃত শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামান, বয়স ২০, গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
  • সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে তিনি ১০ তলা ছাদে উঠেছেন।
  • পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃতি (আত্মহত্যা, দুর্ঘটনা বা অন্য) ময়নাতদন্তের পর নিশ্চিত হবে।
  • নিহতের পরিবার মর্গে এসে ছেলের মৃত্যুর খবর পেয়েছেন।

 

এসআই সোহেল রানা বলেন, “এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে।”

খবর পেয়ে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে ছুটে আসেন মুশফিকুজ্জামানের বাবা বি এম মুখলেছুজ্জামান এবং চাচা মনিরুজ্জামান মনির। মুখলেছুজ্জামান প্রথম আলোকে বলেন, “কয়েক দিন আগে পড়াশোনা নিয়ে কিছু সহপাঠীর সঙ্গে ছেলের ছোটখাটো হাতাহাতির ঘটনা ঘটেছিল। ছেলে জানিয়েছিল, তারা তাকে ছাদে নিয়ে যেতে চেয়েছিল।”

মনিরুজ্জামান মনিরও জানান, মুশফিক খিলগাঁওয়ে পরিবারসহ থাকতেন। তিনি মর্গে এসে সন্তানের মৃত্যুর খবর শুনেছেন। মুশফিক এক ভাই ও এক বোনের মধ্যে বড়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “সিসি ফুটেজে দেখা গেছে মুশফিক একাই ১০ তলা ছাদে উঠেছেন। ধারণা করা হচ্ছে, তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net