শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

হেফাজতে ইসলামের মহাসমাবেশে ৪ দফা দাবি

by ঢাকাবার্তা
সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের ডাকা সমাবেশের একটি দৃশ্য

স্টাফ রিপোর্টার ।।

৪ দফা দাবি আদায়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে উদ্যানে জড়ো হতে থাকেন। এতে শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

হেফাজতের নেতারা জানিয়েছেন, মহাসমাবেশের প্রধান দাবি হলো—নেতাদের বিরুদ্ধে থাকা সব মামলা অনতিবিলম্বে প্রত্যাহার। সংগঠনটির দাবি অনুযায়ী, দেশে এমন মামলার সংখ্যা প্রায় ৩০০। এ ছাড়া ২০১৩ সালের ৫ মে, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠনের কর্মীদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়েছে।

সমাবেশে দেওয়া বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন হোসাইন বলেন, “পবিত্র কোরআনের বিরোধী যেকোনো কর্মকাণ্ড রুখতে হেফাজতের কর্মীরা সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত। আজকের সমাবেশই তার প্রমাণ।” তিনি নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ অবিলম্বে বাতিলের দাবি জানান।

সমাবেশে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতা–কর্মীরা অংশ নিচ্ছেন। তাঁরা অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশনের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন।

আশুলিয়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী সাইদুল হাসান জানান, সমাবেশ উপলক্ষে তাঁর মাদ্রাসায় ছুটি ঘোষণা করা হয়েছে। প্রায় সব শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে আসা আরেক শিক্ষার্থী মাহদী হাসান জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন।

সকাল ৯টা থেকে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ভোর থেকেই জমায়েত শুরু হয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net