স্টাফ রিপোর্টার ।।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অফিস শেষে বাড়ি ফিরছিলেন আরাবা (২৫) নামের এক তরুণী। পথিমধ্যে রাজধানীর বাংলামোটর এলাকায় তার মোবাইল কেড়ে নেয় ছিনতাইকারী। এতে মেয়েটি ভয়ে হতভম্ব হয়ে চিৎকার শুরু করে, এই দৃশ্য দেখতে পান পথচারী অনেকেই।
তবে সবাই যার যার মতো চলে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ তার সঙ্গীদের নিয়ে ২টি মোটরসাইকেলে করে ছিনতাইকারীর পিছু নেন। পরিবাগ মাজার গলিতে ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন তারা। এ সময় তার কাছ থেকে মোবাইল উদ্ধার করে মেয়েটিকে বুঝিয়ে দেন।
এর মধ্যে উৎসুক জনতা ছিনতাইকারীকে মারধর শুরু করে। তাতে বাধা দেন ছাত্রদল নেতা ফয়সাল, আহনাফ, মিরাজসহ কয়েকজন। এ ঘটনার বিষয়ে তারা তখন শাহবাগ থানায় জানায়। খবর পেয়ে পুলিশ এলে ছিনতাইকারীকে তাদের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।