বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

বিপ্লবের মহান পুরুষ ওসমান হাদি জাতীয় কবির পাশে চিরনিদ্রায়

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে জুলাই বিপ্লবী শহীদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে।

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে দাফনের আগে তাকে শেষবারের মতো বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত মানুষের কান্নায় পুরো প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।

এর আগে শনিবার দুপুর সোয়া দুইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই মাওলানা আবু বকর। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লাখ লাখ মানুষ অংশ নেন।

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি
  • জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা
  • জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ
  • আবেগঘন বক্তব্যে ড. ইউনূস বলেন, “তোমাকে বিদায় দিতে আসিনি, তুমি আমাদের বুকের ভেতরেই আছো”
  • ১২ ডিসেম্বর বিজয়নগরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা
  • চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর রাতে শহীদ হন ওসমান হাদি
  • জুলাই যোদ্ধা ও সহযোদ্ধাদের কান্নায় ভারী হয়ে ওঠে জানাজার পরিবেশ
  • সমর্থকদের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবের মহান পুরুষ

জানাজার আগে দেওয়া আবেগঘন বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরেই আছো। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।” তিনি আরও বলেন, “তুমি যে মন্ত্র রেখে গেছো, তা ধারণ করেই আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার লড়াই চালিয়ে যাব।”

জানাজা শেষে শহীদ হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়েছিল। দুপুর আড়াইটার দিকে জানাজা শেষে লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়।

শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্যসচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচার চালানোর সময় খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সে সময় ওসমান হাদি একটি রিকশায় ছিলেন। মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা সরাসরি তার মাথায় গুলি করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়।

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।

সমর্থক ও সহযোদ্ধারা বলেন, ওসমান হাদি কেবল একজন রাজনৈতিক কর্মী নন, তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবের মহান পুরুষ। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করবে।

জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত হয়ে ওসমান হাদি যেন ইতিহাসের পাতায় এক অনিবার্য নাম হয়ে রইলেন—যার মৃত্যুতে থেমে যায়নি আন্দোলন, বরং আরও দৃঢ় হয়েছে সংগ্রামের পথচলা।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net