বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল, মুখর নয়াপল্টন

প্রধান অতিথি তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হবেন

by ঢাকাবার্তা
নয়াপল্টনে জনসমুদ্র

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীর নয়াপল্টনে বুধবার বিএনপির তিন অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এ নেতাকর্মীদের ঢল নামে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী। সমাবেশস্থল ও আশপাশ এলাকা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখর হয়ে ওঠে স্লোগানে।

বেলা ২টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়োজকেরা জানান, তিনি দেশের তরুণদের সামনে দলের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রচিন্তা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে তৈরি করা হয় সমাবেশের মঞ্চ। সমাবেশ ঘিরে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, তৈরি হয় যানজট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানও লক্ষ্য করা গেছে।

আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ১৫ লাখ তরুণ এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তরুণদের কাছে টানতেই মে মাসজুড়ে দেশের বিভিন্ন বিভাগ ও শহরে আট দিনব্যাপী সেমিনার ও সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় কর্মসূচি হয়েছে।

তারুণ্যের সমাবেশের একাংশ

তারুণ্যের সমাবেশের একাংশ

সমাবেশস্থলে দেখা গেছে, অংশগ্রহণকারীরা নানা রঙের টি-শার্ট, ক্যাপ পরে জাতীয় ও দলীয় পতাকা বেঁধে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। নেতাকর্মীদের পদচারণা ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রথম আলোর সঙ্গে কথা বলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ছাত্রদল নেতা মো. অলিউল্লাহ। তিনি জানান, তাঁদের প্রায় ৫০০ নেতাকর্মী মঙ্গলবার রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন।

আয়োজকদের ভাষ্য, এই কর্মসূচি কেবল রাজনৈতিক সমাবেশ নয়, বরং এটি তরুণদের রাষ্ট্রচিন্তায় যুক্ত করার একটি নীতিগত প্রয়াস। আজকের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net