সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

পদত্যাগ করছেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা

by ঢাকাবার্তা
দুদক লোগো

স্টাফ রিপোর্টার ।।

অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনাররা। মঙ্গলবার যেকোনো সময় তারা পদত্যাগ করতে পারেন বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন। প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। তার সঙ্গে জহুরুল হককে কমিশনার তদন্ত হিসেবে নিয়োগ দেয়া হয়। এর দেড় বছর পর আছিয়া খাতুনকে ক‌মিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খানের স্থানে নিয়োগ দেয়া হয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net