শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

জানুয়ারি শেষে অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা

by ঢাকাবার্তা
বাংলাদেশ সরকারের সীল

স্টাফ রিপোর্টার ।। 

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য আগামী ৩১শে জানুয়ারির মধ্যে বৈধ কাগজপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে বৈধতা অর্জন করতে হবে, না হলে অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন অথবা কর্মরত রয়েছেন। তাই তাদের ৩১শে জানুয়ারির মধ্যে বৈধতার কাগজপত্র সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, এই সময়সীমা পার হলে অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পদক্ষেপের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের বৈধকরণের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার পরিকল্পনা নিয়েছে, যাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করা যায়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net