শনিবার, আগস্ট ২, ২০২৫

চট্টগ্রামে নাটকের শুটিং সেটে আহত অভিনেত্রী তটিনী

by ঢাকাবার্তা
তানজিম সাইয়ারা তটিনী

বিনোদন ডেস্ক ।।

চট্টগ্রামে ঈদের নাটকের শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম শহরের লেডিস ক্লাবের পাশে একটি বাংলোয় ‘মন মঞ্জিলে’ নামের নাটকের শুটিং চলাকালীন সময় এ দুর্ঘটনা ঘটে।

শুটিং সেটে থাকা একটি ভারী লাইটস্ট্যান্ড হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তটিনীর মাথার ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে চট্টগ্রামের নিকটবর্তী ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মাথার কিছু অংশ ফুলে গেছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং কথা বলতেও নিষেধ করেছেন চিকিৎসকরা।

তানজিম সাইয়ারা তটিনী

তানজিম সাইয়ারা তটিনী

নাটকটির পরিচালক হাসিব হোসেন রাখি বলেন, “শুটিং চলাকালে সেটে থাকা ভারী লাইটস্ট্যান্ডটি হঠাৎ পড়ে যায়। মাথায় চোট পেয়ে তটিনী আহত হন। প্রাথমিক চিকিৎসার পর এখন তিনি শঙ্কামুক্ত।”

অভিনেত্রীর সহশিল্পী তৌসিফ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ সন্ধ্যায় শুটিং সেটে হঠাৎ লাইটস্ট্যান্ড পড়ে যায় তটিনীর মাথায়। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে যাই। আপাতত ভালো আছে সে।”

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এ নাটকটির শুটিং গত কয়েকদিন ধরে চট্টগ্রামে চলছিল। তবে দুর্ঘটনার পর আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net