স্টাফ রিপোর্টার ।।
উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী ‘ভর্তি মেলা স্প্রিং-২০২৫’। গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াসমীন আরা মেলার উদ্বোধন করেন। এই মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।
মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৪টি স্টল ও বিভিন্ন ক্লাবের প্রদর্শনসহ মোট ২৭টি স্টল রয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ২৫-১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্পেশাল স্কলারশিপসহ আকর্ষণীয় উপহারও রয়েছে।
উপাচার্য ইয়াসমীন আরা বলেন, “উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য ৪০টি প্রোগ্রাম চালু রয়েছে। এবারের মেলায় আমরা ভর্তি ফি ও টিউশন ফিতে বিশেষ সুবিধা দিচ্ছি।”
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সহ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামীসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।