ডেস্ক রিপোর্ট ।।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। শুরুর ১২ মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় স্কালোনির শিষ্যরা। পুরো ৯০ মিনিট দাপটের সঙ্গে খেলে বিশ্বচ্যাম্পিয়নরা ব্রাজিলকে রীতিমতো ছেলেখেলায় পরিণত করে।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলে আর্জেন্টিনা। মাত্র ৩ মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় হুলিয়ান আলভারেজ গোল করে দলকে এগিয়ে দেন, যা বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল। এরপর মাত্র ৮ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন এঞ্জো ফার্নান্দেজ। প্রথম ২৫ মিনিট পর্যন্ত ব্রাজিলের খেলায় আসার কোনো সুযোগই ছিল না।
২৬তম মিনিটে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন মাথিয়াস কুনিয়া। আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর ভুলে সুযোগ কাজে লাগান কুনিয়া, যেটি জাতীয় দলের হয়ে তার প্রথম গোল। তবে সেই গোলের পরও ব্রাজিলের লড়াই জোরালো হয়নি।
বিরতির আগে ৩৭তম মিনিটে তৃতীয় গোল করে ব্যবধান বাড়ান ম্যাক অ্যালিস্টার। এঞ্জো ফার্নান্দেজের নিখুঁত পাস ধরে অসাধারণ ভলিতে বল জালে পাঠান লিভারপুল মিডফিল্ডার। বিশ্বকাপ বাছাইপর্বে এটি ছিল দ্বিতীয়বারের মতো ব্রাজিলের বিপক্ষে এক ম্যাচে প্রথমার্ধে তিন গোল করার ঘটনা। প্রথমবার হয়েছিল ২০০৫ সালে, আর্জেন্টিনার মাটিতেই।

ম্যাচ শেষের স্কোরবোর্ড
প্রথমার্ধে ৬১ শতাংশ সময় বলের দখল রেখে আর্জেন্টিনা ব্রাজিলের পোস্টে চারটি শট নেয়, যার তিনটিই গোল হয়। বিপরীতে ব্রাজিলের কোনো আক্রমণ কার্যকর হয়নি।
বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে নামে ব্রাজিল। রদ্রিগোর জায়গায় এনদ্রিক, জোয়েলিংতনের জায়গায় হোয়াও গোমেজ ও হলুদ কার্ড দেখা মুরিল্লোর পরিবর্তে লিও ওর্তিজ নামানো হয়। তবে খেলার গতি বা আক্রমণে তেমন কোনো উন্নতি হয়নি ব্রাজিলের।
৭১তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা জিউলিয়ানো সিমিওনে গোল করে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার গোলের হালি পূর্ণ করেন। বাঁ দিক থেকে তালিয়াফিকোর ক্রস ধরে দুর্দান্ত শটে বল জালে পাঠান সিমিওনে।
লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তারপরও ব্রাজিলকে একচেটিয়া খেলায় হারিয়ে স্কালোনির দল প্রমাণ করল কেন তারা বিশ্বচ্যাম্পিয়ন। মাঠে নামার আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার, আর ব্রাজিলকে এক হালি গোল দিয়ে সেটাই যেন উদযাপন করল তারা।