রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

জামায়াতের সভাপতি পদ পেলেন আ.লীগ নেতা

by ঢাকাবার্তা
মজিদপুর ইউনিয়নের মেম্বার আবু হানিফ

তিতাস প্রতিনিধি ।। 

কুমিল্লার তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু হানিফ। তিনি একইসঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জামায়াতে ইসলামীর নবনির্বাচিত ওয়ার্ড সভাপতি আবু হানিফ মেম্বার জানান, মেম্বার হওয়ার আগ থেকেই তিনি জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে ওয়ার্ডে অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে তিনি আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

আবু হানিফ বলেন, “আমি জামায়াতে ইসলামীর সঙ্গে আগে থেকেই জড়িত ছিলাম। এখন আমি ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি।”

তাকে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন যে তিনি আওয়ামী লীগ থেকে এখনো পদত্যাগ করেননি, তবে শিগগিরই করবেন।

এ বিষয়ে তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বলেন, “তাকে কিভাবে ওয়ার্ড সভাপতি করা হয়েছে, এর ব্যাখ্যা আছে। তবে এটি সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়, সাক্ষাতে বিস্তারিত জানাতে হবে।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net