স্টাফ রিপোর্টার । ।
আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই—প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার রাত আটটায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনাকালে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম-খুন, ক্রসফায়ার ও ভোট কারচুপির মতো অপরাধ ঘটিয়েছে। এসব অপরাধের বিচার না করে সরকার যদি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না নেয়, তবে তা ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শামিল হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলকে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই। এর প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক বলেন, “ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সাত মাস পার হলেও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচার হয়নি। জাতিসংঘের মানবাধিকার কমিশন জুলাই মাসে সংঘটিত অপরাধকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে চিহ্নিত করেছে, তবুও বিচারিক প্রক্রিয়া শ্লথ।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী সংগঠন। তাদের দলীয় সিদ্ধান্তেই বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। এ কারণে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আওয়ামী লীগের কোনো স্থান নেই।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিচারের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং তাদের রাজনৈতিক পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা রুখে দেবে এনসিপি। সংবাদ সম্মেলনে দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।