রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস বাবর, মুক্তিতে বাধা নেই

by ঢাকাবার্তা
১০ ট্রাক অস্ত্রের চালান আটকের পর অস্ত্র হাতে ছবি তুলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

চট্টগ্রাম প্রতিনিধি ।।

চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের আরেক মামলাতেও খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম হাইকোর্ট বেঞ্চে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে এ রায় প্রদান করেন। মামলার অপর আসামিদেরও খালাস দেওয়া হয়েছে।

২০১৪ সালের ৩০ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনে দেওয়া রায়ে লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল। একইসঙ্গে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও সাত বছরের সাজার আদেশ হয়েছিল।

১০ ট্রাক অস্ত্র আটক মামলায় দীর্ঘদিন ধরে শুনানি চলছিল। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়। ২০০৪ সালের এই ঘটনায় ভারতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ ওঠে।

অভিযুক্তদের মধ্যে ছিলেন সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net