স্টাফ রিপোর্টার ।।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত মঙ্গলবার, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর পক্ষে ছেলে লাবিব ইবনে জামান ফরম সংগ্রহ করেন। এ সময় মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নেত্রকোনা-৪ আসনটি ৩টি উপজেলা, ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ২ জন। বর্তমানে এ আসনের সাংসদ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী রেবেকা মমিন।

তাহমিনা জামান শ্রাবণী
১৯৯১ সালে বিএনপির প্রার্থী হিসেবে এই আসন থেকে প্রথমবার জয়ী হন লুৎফুজ্জামান বাবর। ১৯৯৬ সালে পরাজিত হলেও ২০০১ সালে আবার নির্বাচিত হন। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন পাননি।
বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় বাবর আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাঁর স্ত্রী তাহমিনা জামানের ফরম সংগ্রহের খবরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। যদিও আগে গুঞ্জন ছিল, তাহমিনা জামান নির্বাচনে অংশ নেবেন না।