বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কুবিতে সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা, কী হবে খিচুড়ি ভোজের

by ঢাকাবার্তা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি।। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ (০৬ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে আগামী রোববার (৮ ডিসেম্বর) অবধি সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে প্রক্টরিয়াল বডি। ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত হতে যাওয়া সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজের।

জানা যায়, আজ (০৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে দেওয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আজ দুপুর আজ (০৬ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে আগামী রোববার (৮ ডিসেম্বর) অবধি সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধ থাকবে। বিপরীতে আজ সন্ধ্যা ৫ টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ’ অনুষ্ঠান হওয়ার কথা ছিলো।

হঠাৎ প্রশাসনের সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্তের ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

প্রশাসনের নিষেধাজ্ঞার পর এখন পর্যন্ত অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেননি বলে জানান অনুষ্ঠানটির অন্যতম আয়োজক জান্নাতুল ইভা।

জান্নাতুল ইভা জানান, ‘বাবুর্চিরা চলে এসেছেন। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।’

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘যারা প্রোগ্রামের আবেদন করেছিলো তাদের জানিয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার বিষয়ে। আজকের প্রোগ্রামও স্থগিত থাকবে।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net