স্টাফ রিপোর্টার ।।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ওই প্রতিবেদনে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে।
আইএসপিআর স্পষ্ট করে জানায়, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ বা প্রতিনিধি দল বাংলাদেশে আসার পরিকল্পনা নেই। প্রতিবেদনের এই দাবি বাস্তবতাবিরোধী এবং ভিত্তিহীন।
এছাড়া, সেনাবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল বিষয়ে ভুল তথ্য দেওয়া অযাচিত ও আপত্তিকর। সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে প্রতিবেদনে সেনাবাহিনীর মতামত নেয়া হয়নি, যা সংবাদটির বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন তোলে।
গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাইয়ের অনুরোধ জানিয়ে সেনাবাহিনী বলেছে, তারা তথ্যের স্বচ্ছতায় অটুট এবং বিভ্রান্তি দূর করতে সবসময় প্রস্তুত।