ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ নারী ফুটবল দল এক অসাধারণ কৃতিত্বের সাক্ষর রেখে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। আজ নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে পরাজিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফাইনাল নিশ্চিত করেছে। এ ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেছেন তহুরা খাতুন, আর দলের অধিনায়ক সাবিনা খাতুন করেছেন দুটি গোল। এছাড়া মনিকা চাকমা ও মাসুরা পারভিন করেছেন একটি করে গোল।
খেলার শুরুতেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলা শুরু করে এবং দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ তৈরি করলেও, প্রতিপক্ষের ডিফেন্সে আটকে যায়। প্রথম গোল আসে ঋতুপর্ণ চাকমার দারুণ একটি শট থেকে। ১৫ মিনিটে তহুরা খাতুন ভুটানের ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ভুটান কিছু সময়ের জন্য গোল করার সুযোগ পেলেও, তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
সাবিনা খাতুন ২৪তম মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করেন, তবে ঠিক পরেই মনিকার পাস থেকে গোল করে দলকে ৩-০ তে এগিয়ে নেন। এর পর তহুরার দ্বিতীয় গোল এবং সাবিনার আরেকটি দুর্দান্ত শটে বিরতির আগে বাংলাদেশ ৫-১ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলে তহুরা নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন এবং মাসুরা পারভিন কর্ণার থেকে হেড করে দলের সপ্তম গোলটি করেন, যা ভুটানের মেয়েদের জন্য ম্যাচটিকে আরও কঠিন করে তোলে।