সোমবার, মার্চ ১৭, ২০২৫

সেন্ট কিটসে প্রতিশোধ নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

বেঁচে রইল ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার সম্ভাবনা

by ঢাকাবার্তা
৩১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নাহিদা

ডেস্ক রিপোর্ট ।।

সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিধ্বস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ, তবে একই ভেন্যুতে বাংলাদেশ নিয়েছে প্রতিশোধ। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখনো টিকে রয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেই বাংলাদেশ সরাসরি পাবে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। গত রাতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৬০ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজে ১-১ সমতা এনে দেয় নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। এর মাধ্যমে ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।

বিজয়োল্লাস

বিজয়োল্লাস

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলিং তাণ্ডবের সামনে ২০০ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৮৫ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১১ রানে হারিয়ে ফেলে তাদের উদ্বোধনী জুটি। এরপর ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় তারা। ক্যারিবীয়দের ইনিংসে সর্বোচ্চ ২৮ রান করেন শিমেইন ক্যাম্পবেল। ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আকতার, যিনি ১০ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন। দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা আকতার ২টি করে উইকেট নিয়েছেন।

সর্বোচ্চ ৬৮ রান করেছেন নিগার সুলতানা জ্যোতি

সর্বোচ্চ ৬৮ রান করেছেন নিগার সুলতানা জ্যোতি

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বাংলাদেশ ৫০ ওভার পূর্ণ করতে পারেনি, ৪৮.৫ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় তারা। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন জ্যোতি।

২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল দিবাগত রাত ১২টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জিততে না পারলে বাংলাদেশকে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে বাছাইপর্বের খেলা খেলতে হবে।


স্কোরকার্ড:

বাংলাদেশ:

  • ১৮৪/১০ (৪৮.৫ ওভার)
  • সর্বোচ্চ রান: নিগার সুলতানা জ্যোতি ৬৮ রান (১২০ বল)

ওয়েস্ট ইন্ডিজ:

  • ১২৪/১০ (৩৫ ওভার)
  • সর্বোচ্চ রান: শিমেইন ক্যাম্পবেল ২৮ রান (৩৯ বল)

ম্যাচসেরা:

  • নাহিদা আকতার (বাংলাদেশ) – ১০ ওভারে ৩১ রানে ৩ উইকেট

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net