স্টাফ রিপোর্টার ।।
নারীদের সম্ভাবনাকে উৎপাদনমুখী কাজে যুক্ত করে উন্নত বাংলাদেশ গড়তে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার—বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৭ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, যা জাতিসংঘ ১৯৭৫ সালে স্বীকৃতি দেয়। এবারের প্রতিপাদ্য— ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’।
নারী উন্নয়ন ও ক্ষমতায়নের প্রতিশ্রুতি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাবে।
তিনি স্মরণ করেন, গত জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে নারীদের অগ্রণী ভূমিকার কথা। অনেক নারী প্রাণ উৎসর্গ করেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
নারীদের ক্ষমতায়নে সরকার গৃহীত উদ্যোগ তুলে ধরে ড. ইউনূস বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, নির্যাতিত ও অসহায় নারীদের জন্য শেল্টার হোম, আইনি সহায়তা, কর্মজীবী মহিলাদের আবাসন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
নারীদের আন্তর্জাতিক অর্জনকে স্বীকৃতি দিতে ‘অদম্য নারী পুরস্কার’ ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা।