স্টাফ রিপোর্টার ।।
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে আশার আলো দেখালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (স্থানীয় সময়) মালয়েশিয়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, গত বছর যারা শেষ সময়ে মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের আনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মালয়েশিয়া সরকার ধাপে ধাপে এসব শ্রমিককে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে, যাদের খুব শিগগিরই মালয়েশিয়ায় পাঠানো হবে। উল্লেখ্য, এই সংখ্যা ১৭ হাজারের একটি তালিকার অংশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের প্রতিশ্রুতির ভিত্তিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ড. আসিফ নজরুল আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া ১ থেকে ১.৫ লাখ বিদেশি শ্রমিক নেবে। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সবচেয়ে বেশি শ্রমিক নেওয়া হবে এখান থেকেই। তিনি বলেন, “আমরা অনুরোধ করেছি, বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য এ প্রক্রিয়া উন্মুক্ত রাখা হোক, যাতে সবাই শ্রমিক পাঠানোর সুযোগ পান।”
এছাড়া, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য মাল্টিপল ভিসার সুবিধা না থাকা, অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার সম্ভাবনা এবং নিরাপত্তা প্রহরী ও নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়েও আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে।
উপদেষ্টা জানান, এ আলোচনাগুলো সফল হয়েছে প্রধান উপদেষ্টার আন্তরিক আগ্রহ ও নির্দেশনার ফলেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ বাংলাদেশি শ্রমিকদের জন্য কল্যাণকর ফল বয়ে আনবে।