শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

by ঢাকাবার্তা
আলী আহসান জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি ।। 

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আলী আহসান জীবন (৪০) মারা গেছেন। শুক্রবার বিকেলে টাঙ্গুয়ার হাওরের পর্যবেক্ষণ টাওয়ার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আলী আহসান ঢাকার মুগদা এলাকার বাসিন্দা এবং ঢাকায় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। তার সহকর্মী আমিনুর রহমান জানান, ৩৪ জনের একটি দল নিয়ে শুক্রবার সকালে তারা ঢাকার মুগদা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে হাউসবোটে করে যাত্রা করেন।

দুপুরে পর্যবেক্ষণ টাওয়ারে পৌঁছানোর পর, দলের সবাই ছোট নৌকায় করে হাওরে ভ্রমণ ও গোসল করতে নামেন। কিছুক্ষণ পর, সবাই হাউসবোটে ফিরে এলেও আলী আহসানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাহিরপুর থানায় বিষয়টি জানানো হলে বিকেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম নিশ্চিত করেন, বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net