ঢাকাবার্তা ডেস্ক ।।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি। আজ রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে গেছেন। তবে তার গন্তব্য এখনো নিশ্চিত নয়।
সিরিয়ার সরকারের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বাশার আল-আসাদ এতে ছিলেন। এই পরিস্থিতি এমন এক সময়ে তৈরি হয়েছে, যখন সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে। শহরের বিভিন্ন স্থানে গোলাগুলির তীব্র আওয়াজ শোনা যাচ্ছে।
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা সম্প্রতি সরকার-নিয়ন্ত্রিত বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাও দখলে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিদ্রোহী যোদ্ধাদের এই অগ্রগতি এবং রাজধানী দামেস্কে গোলাগুলির মধ্যে বাশার আল-আসাদের দেশত্যাগ, তার সরকারের ওপর চাপ এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির একটি ইঙ্গিত।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সাম্প্রতিক সময়ে বিদ্রোহীদের আক্রমণ বেড়ে যাওয়ায় সরকারপক্ষের নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া, আন্তর্জাতিক মঞ্চেও সিরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বাশার আল-আসাদের সম্ভাব্য গন্তব্য হিসেবে ইরান বা রাশিয়ার মতো মিত্র রাষ্ট্রের কথা উঠে আসছে।
বিশ্লেষকদের মতে, আসাদের এই দেশত্যাগ যুদ্ধক্ষেত্রের মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে।