শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

দামেস্কে বাশার আল-আসাদের প্রেসিডেন্ট প্রাসাদ বিদ্রোহীদের দখলে

by ঢাকাবার্তা
আদের অফিস কক্ষে এক বিদ্রোহী

ঢাকাবার্তা ডেস্ক ।। 

দামেস্কে দ্রুতগতির অভিযানের মাধ্যমে রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার পর বিদ্রোহীরা প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে। এতে আল-আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটল। এ ঘটনার পর মানুষ রাস্তায় নেমে উদযাপন করে।

রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে একদল ব্যক্তির একটি ভিডিও বার্তা প্রচারিত হয়, যেখানে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন এবং সকল বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

বিবৃতিটি পড়া ব্যক্তি জানান, “দ্য অপারেশনস রুম টু কনকোয়্যার দামেস্ক” নামে পরিচিত বিরোধী গোষ্ঠী সব বিরোধী যোদ্ধা ও নাগরিককে আহ্বান জানিয়েছে “মুক্ত সিরিয়া রাষ্ট্রের” প্রতিষ্ঠানগুলো রক্ষা করতে।

বিরোধীরা আরও জানায়, বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে পালিয়েছেন। তবে তাঁর অবস্থান এখনও অজানা।

২০১১ সালে বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ থেকে সিরিয়ার গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এটি দ্রুত আন্তর্জাতিক শক্তিগুলোর সংঘাতে রূপ নেয়। এই যুদ্ধে কয়েক লক্ষ মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে বিশ্বের অন্যতম বড় শরণার্থী সংকট সৃষ্টি করে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net