সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়েছেন বাশারের প্রধানমন্ত্রী

by ঢাকাবার্তা
ঘাজি আল-জালালি

ঢাকাবার্তা ডেস্ক ।। 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতন হয়েছে। দেশ ছেড়ে অজ্ঞাত গন্তব্যে পালিয়ে গেছেন আসাদ। তবে রাজধানী দামেস্কে থেকে গেছেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল-জালালি। এখন বিদ্রোহী-নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন সামলাবেন তিনিই।

বিদ্রোহীদের প্রতি বার্তা
প্রধানমন্ত্রী আল-জালালি বলেছেন, “আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি। তারাও হাত বাড়িয়েছে। আমরা তাদের দৃঢ়ভাবে বলেছি, তারা যেন দেশের কারও ক্ষতি না করে।”

তিনি আরও জানান, দামেস্ক বা নিজ বাসভবন ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। পাশাপাশি, সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সচল রাখতে বিদ্রোহীদের সহযোগিতা চান।

বিদ্রোহী পক্ষের অবস্থান
বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি এক বিবৃতিতে দামেস্কের সব বিরোধী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল না করার নির্দেশ দেন।

বিবৃতিতে তিনি বলেন, “আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে।”

এ ছাড়া উদ্‌যাপন উপলক্ষে গুলিবর্ষণ না করার নির্দেশ দিয়েছেন আল-জোলানি। তিনি তাঁর বিবৃতিতে নিজের আইনি নাম আহমেদ আল-শারা ব্যবহার করেছেন, যা আল-কায়েদার সঙ্গে তাঁর অতীত সম্পর্ক থেকে দূরে থাকার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

বাশার আল-আসাদ

বাশার আল-আসাদ

রাজধানীতে নতুন বাস্তবতা
আজ রোববার সকালে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করে। এর আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছেড়ে পালিয়ে যান। তবে তাঁর গন্তব্য এখনও অজানা।

এখন নতুন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে বিদ্রোহী ও সাবেক সরকারের সমন্বয়ের ওপর দৃষ্টি রাখছে বিশ্ব।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net