রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

লালবাগে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

by ঢাকাবার্তা
কাল্পনিক ছবি।

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানীর লালবাগের জেএন সাহা রোডের লিবার্টি ক্লাবের সামনে থেকে মাহবুব আলম (৩২) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত মাহবুব দুইটি মামলার আসামি ছিলেন এবং পেশায় ভাড়ায়চালিত অটোরিকশা চালক ছিলেন।

লালবাগ থানার ওসি ক্যশৈনু জানান, মাহবুবের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার হাতে ও বুকে পুরোনো ব্যান্ডেজ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রুপিং সংক্রান্ত দ্বন্দ্বে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত চলমান থাকায় বিস্তারিত জানাতে সময় লাগবে।

মাহবুবের ছোট বোন জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চড়মুগুরিয়া গ্রামে। মাহবুব স্ত্রী ও এক মেয়েকে নিয়ে লালবাগ শহীদনগরে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার রাতে আতশবাজি দেখার কথা বলে বাসা থেকে বের হন। ভোরে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, ১৫ দিন আগে লালবাগ কেল্লা এলাকায় কে বা কারা মাহবুবকে কুপিয়ে আহত করে। তখন তিনি শ্যামলীর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তার হাতে এবং শরীরে তখনও ব্যান্ডেজ ছিল। তবে আগের হামলার বিষয়ে মাহবুব কিছু না জানানোয় থানায় অভিযোগ করা হয়নি।

ঘটনার পেছনে কারা জড়িত এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net