সোমবার, মার্চ ১৭, ২০২৫

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, তল্লাশিতে কিছুই মেলেনি

by ঢাকাবার্তা
এয়ারপোর্টে কে৯ ইউনিটের তল্লাশি

স্টাফ রিপোর্টার ।।

পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি এসেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার ডিএমপি তাদের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়।

ডিএমপি জানিয়েছে, আজ (২২ জানুয়ারি) ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে পাকিস্তানি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। এতে দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৩৬ উড়োজাহাজে ৩৪ কেজি উচ্চ মাত্রার বিস্ফোরক রয়েছে। বার্তা পাওয়ার পরপরই সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে নামে।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে কোনো কিছু পাওয়া যায়নি। ফ্লাইটটি (বিজি-৩৫৬) ইতালির রোম থেকে সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছায় এবং বেলা দেড়টার দিকে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।

এয়ারপোর্টে কে৯ ইউনিটের তল্লাশি

এয়ারপোর্টে কে৯ ইউনিটের তল্লাশি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগমুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় যে এতে বোমা হামলার হুমকি রয়েছে।

নিরাপত্তা বিধি অনুসারে, অবতরণের পরপরই ফ্লাইটটি নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয় এবং যাত্রীদের নিরাপদে নামানো হয়। এরপর যাত্রীদের ব্যাগ ও উড়োজাহাজ তল্লাশি করা হয়। বেলা ১২টা ৩০ মিনিটে নিরাপত্তা ঝুঁকি মুক্ত ঘোষণা করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন। তল্লাশি শেষে দুপুর দেড়টার মধ্যে সবাই নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net