নারায়ণগঞ্জ প্রতিনিধি ।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার দুই সহপাঠী। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায়।
নিহত ও আহতদের পরিচয়
নিহত মুহতাসিম রাজধানীর গ্রিনরোড এলাকার বাসিন্দা। আহত মেহেদী হাসান খান (২২) কুমিল্লা সদর উপজেলার এবং অমিত সাহা (২২) ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা। মেহেদী স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা
এ ঘটনায় মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া তিনজন শিক্ষার্থীর মধ্যে আছেন মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) এবং আসিফ চৌধুরী। এদের ডোপ টেস্টের পর আজ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ
পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলে থাকা মুহতাসিম ও তার দুই সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মুহতাসিমের মৃত্যু হয়। পুলিশ গাড়িটি জব্দ করে মদের বোতল ও বিয়ার উদ্ধার করেছে।
শিক্ষার্থীদের প্রতিবাদ
আজ ভোরে শতাধিক বুয়েট শিক্ষার্থী রূপগঞ্জ থানায় গিয়ে বিক্ষোভ করেন। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।