স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে ভারতের বাংলাদেশবিরোধী তৎপরতা এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপের নিন্দা জানিয়ে দেশের জন্য ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার কথা বলা হয়।
বৈঠকে ভারতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া নেতারা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অর্থনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক আধিপত্যের প্রতিবাদ করেন এবং ভারতকে মর্যাদাপূর্ণ আচরণ করার আহ্বান জানান।
বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। এতে বর্তমান সরকারের সাহসী পদক্ষেপের প্রশংসা করা হয় এবং সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়। পাশাপাশি, আন্তর্জাতিক সহায়তা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে জাতীয় ঐক্যের বার্তা প্রচারের লক্ষ্যে একটি সমাবেশ এবং রাজনৈতিক কাউন্সিল গঠনের প্রস্তাব তোলা হয়। অধ্যাপক আসিফ নজরুল বলেন, “মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক।” আগামীতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে জাতীয় ঐক্যের আহ্বান আরও সুসংহত করা হবে।